করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর বিধি-নিষেধ। এর মধ্যে পটিয়ায় বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে দিতে হলো জরিমানা।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদের ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার টাকা ও বরের চাচাতো ভাই মো. কায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মান্নান কাশিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের অধ্যাপক হেলাল আহমদ বাড়ির আবদুল মোতালেবের ছেলে এবং কায়েম ওই এলাকার মো. ইউছুফের ছেলে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ জানান, স্বাস্থ্যবিধি না মেনে ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে ৪৫০ টাকা জরিমানা করা হয়।