চলমান লকডাউনে গাড়ি ও অ্যাম্বুলেন্স স্বল্পতার কারণে হাসপাতালে কোভিডসহ অন্যান্য রোগী পরিবহনে অনেকেই সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে এগিয়ে এলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ।
শুক্রবার (৩০ জুলাই) সকালে সিএমপি কমিশনারের নির্দেশনায় ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ সার্ভিসের উদ্বোধন করেন উপপুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, উত্তর বিভাগের চার থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
জানা যায়, প্রতিদিন ১টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ও ১৮টি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ বিনামূল্যে রোগী পরিবহন করবে। এ সেবা দিনরাত ২৪ ঘণ্টায়ই চালু থাকবে। উত্তর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এ সেবা পাওয়া যাবে। সিএমপির উত্তর বিভাগ এলাকা থেকে নগরের যেকোনো স্থানে রোগীরা হাসপাতালে যেতে পারবেন।
জয়নিউজ/পিডি