চট্টগ্রামে উচ্চহারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মারা গেছেন আরো ১১ করোনা রোগী। একইসময়ে নতুন ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ১৯৩ নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫ নমুনা পরীক্ষায় ১৭৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৬০ নমুনা পরীক্ষায় ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৩ নমুনা পরীক্ষায় ১২৮ জন, এন্টিজেন টেস্টে ১ হাজার ৭৩ নমুনা পরীক্ষায় ৩৩২ জন ও জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩৫ নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়।
এছাড়া শেভরনে ৩৩০ নমুনা পরীক্ষায় ৮৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ নমুনা পরীক্ষায় ২৪ জন, মেডিকেল সেন্টারে ৬০ নমুনা পরীক্ষায় ৩২ জন ও এপিক হেলথ কেয়ারে ১২৫ নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনার অস্তিত্ব মিলেনি।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৩২ জন নগরের এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, চট্টগ্রামে এনিয়ে মৃত্যু হয়েছে ৯৭৩ জন করোনা রোগীর এবং মোট ৮২ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
জয়নিউজ/পিডি