চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৮৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৩২ শতাংশ। এদিন করোনায় আরো ১০ জন মারা গেছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন জানা যায় কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪০ নমুনা পরীক্ষায় ১২৮ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৫৬ নমুনা পরীক্ষায় ১৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২৪ নমুনা পরীক্ষায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬৩ নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৫৪ নমুনা পরীক্ষায় ৩৬ জন, শেভরনে ৩৮২ নমুনা পরীক্ষায় ৮৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬২ নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টারে ৫৯ নমুনা পরীক্ষায় ২৪ জন, এপিক হেলথ কেয়ারে ১৮২ নমুনা পরীক্ষায় ৬৯ জন এবং এন্টিজেন টেস্টে ৫৩০ নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা রোগী শনাক্ত হয়।
এর বাইরে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা মেলেনি।
নতুন আক্রান্তদের মধ্যে ৬২৬ জন নগরের এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি