চট্টগ্রামের রাউজান ও আকবরশাহ্ এলাকায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (২১ আগস্ট) রাতে পৃথক দুইটি অভিযানে তদের আটক করা হয়। বিষয়টি সোমবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।
আটকরা হলেন, কুমিল্লা জেলার মৃত অলি আহম্মেদের ছেলে মো. ইউসুফ মিয়া (৫০), ফেনী জেলার বাবুল চন্দ্র দে ছেলে ড্রাইভার শ্যামল চন্দ্র দে (৩৩)), ফেনী জেলার আব্দুল লতিফের ছেলে আব্দুল মান্নান ভুইয়া রিয়াজ (২৩)।
সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানায়, গোপন সংবাদের মাধ্যমে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। এইসময় তিন জনকে আটক করা হয়। তারা জিজ্ঞাসাবাদে জানায় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম ও ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করতো।
অভিযানে মাইক্রোবাসের ভিতর বস্তা তল্লাশি করে একটিতে ২০ কেজি গাঁজা ও অন্যটিতে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ মাইক্রোবাস দুটি জব্দ করা হয়।
তাদের চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় তদের হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
জয়নিউজ/হিমেল/পিডি