কথা কাটাকাটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। বিবাদমাদ উভয় গ্রুপ বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন— বিজয় গ্রুপের কর্মী ও দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ খান এবং একই শিক্ষাবর্ষের সিএফসি গ্রুপের কর্মী ও ইতিহাস বিভাগের ছাত্র মো. আজিম।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বিজয় গ্রুপের কর্মী শরিফ খানের সাথে সিএফসি গ্রুপের কর্মী ১৯-২০ সেশনের আন্তর্জাতিক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসির আজিম নামে এক কর্মীকে শহিদ মিনারে মারধর করলে উভয় গ্রুপের মধ্যে সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিএফস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, অহেতুক আমাদের এক কর্মীকে মারধর করছে সিএফসির কর্মীরা। প্রশাসনকে এ ঘটনায় জড়িত সিএফসির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।