রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণ সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বরের সি ব্লকে একটি বাসায় এ ঘটনা ঘটে।
তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ সাত জন হচ্ছে- ওই বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫) ছোট বোন রিনা বেগম (৫০) বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) তার মেয়ে নওশীন (৫) পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন (৩০)।
ওই বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল, দুই দিন আগে লিকেজ মেরামত করা হয়েছে। কিন্তু রাতে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায় নিচতলায়।
ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে কামরুল আহসান বলেন, মিরপুরের চারতলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের সংবাদে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১২টা ২০ মিনিটে তা নেভানো হয়। ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের জয়েন্ট খুলে এ ঘটনা ঘটতে পারে।
জয়নিউজ/পিডি