চট্টগ্রামে করোনায় প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৬৯ জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৫৩৭ জন।
শুক্রবার (২৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইসময়ে চট্টগ্রামে ১ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ নমুনা পরীক্ষায় ৪৮ জন, বিআইটিআইডি ল্যাবে ৪৬৪ নমুনা পরীক্ষায় ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪৯ নমুনা পরীক্ষায় ২৪ জন, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষায় ৬ জন, শেভরন ল্যাবে ১৮৭ নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫ নমুনা পরীক্ষায় ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ নমুনা পরীক্ষায় ৫ জন, এন্টিজেন টেস্টে ১৩৯ নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা রোগী শনাক্ত হয়।
জেলারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ১২ নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজেটিভ হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা আক্রন্ত হয়েছে।
নতুন শনাক্ত হওয়া নগরে ১২১ জন এবং উপজেলার ১৪৮ জন রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি