চট্টগ্রামে আক্রান্তের কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।
সোমবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায় চট্টগ্রামে ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪ নমুনা পরীক্ষায় ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৫ নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪ নমুনা পরীক্ষায় ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ নমুনা পরীক্ষায় ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯২ নমুনা পরীক্ষায় ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৬ নমুনা পরীক্ষায় ১৭ জন, এন্টিজেন টেস্টে ১১৪ নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা পাওয়া যায়।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজেটিভ হয়েছে।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন নগর এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি