চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা রোগী মৃত্যু হয়েছে। এদিন করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের। করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসেবে গত দুই সপ্তাহের মধ্যে সবনিম্ন এটি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এসময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩১ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়।
বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, এন্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮১ জন ও বিভিন্ন উপজেলার ৫৯ জন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৭৬৬ জনের।
জয়নিউজ/পিডি