শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দীপু মনির হুঁশিয়ারি

করোনা পরিস্থিতি মোকাবিলা ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ধারাবাহিকভাবে নির্দেশনা না মানলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

- Advertisement -

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইডেন কলেজে নতুন ভবন উদ্বোধন ও মৎস্য পোনা অবমুক্তকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

- Advertisement -google news follower

মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অনেক নজরদারি করতে পারি, কিন্তু তারা যদি সচেতন না হন, নিয়ম না মানার প্রবণতা থাকে এবং ধারাবাহিকভাবে নিয়ম ভঙ্গ করে, তাহলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে, আমরা এ ঝুঁকি আমরা নেবো না।’

তিনি বলেন, ‘একটা স্কুল বা মাদ্রাসায় যদি ছড়ায় (করোনা) তাহলে সেটি কিন্তু সেই প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। সেটি পুরো কমিউনিটিতে ছড়াবে, আমরা সেই ঝুঁকি নিতে পারি না। কাজেই সেই প্রতিষ্ঠান যে স্তরেরই হোক মাদ্রাসা, কারিগরি প্রাথমিক মাধ্যমিক— সেখানে যদি কোনও অবহেলা থাকে, তাহলে সেটি আমরা ঠিক করার চেষ্টা করবো। কেউ যদি বারবার নিয়ম ভঙ্গ বা অবহেলা করে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

- Advertisement -islamibank

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য— বাংলা ও ইংরেজি মাধ্যম ভাগ নেই। কোনও শিক্ষাপ্রতিষ্ঠান যদি না খুলে থাকে, অবহেলা করে থাকে, তাহলে আমাদের জানাবেন।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM