চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের ৮ জন নগরের, আর দুইজন হাটহাজারী ও আনোয়ারার বাসিন্দা। এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।
শনিবার (২৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
চবি ল্যাবে ১২৮টি নমুনার মধ্যে ৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৫০৮টি নমুনা পরীক্ষা করে ১ জন, চমেক ল্যাবে ৮৬টি নমুনার মধ্যে ৪ জন, সিভাসু ল্যাবে ২৪টি নমুনার মধ্যে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬৭টি নমুনার মধ্যে ১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২৮ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।