ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ দল ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত শুভসূচনা করেছিল। তবে সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়।
বাংলাদেশ দলে এ ম্যাচে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে দলে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তবে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড একাদশ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ান মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।
জয়নিউজ/পিডি