কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার বোটে ইঞ্জিন বিষ্ফোরণে আট জন জেলে দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে মহেশখালীর মধ্য সাগরে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।
রোগীর স্বজনরা জানান, বোটটিতে মোট ১৪ জন লোক ছিল। তারা সবাই মাছ ধরা পেশায় নিয়োজিত। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
দায়িত্বরত চিকিসকরা জানান, চট্টগ্রাম মেডিকেলের সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দগ্ধদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। রোগীর স্বজনরা ঢাকা নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ সহায়তা করবে।
জয়নিউজ/পিডি