মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। কিন্তু এবার খোদ মোবাইল ব্যাংকিং কর্মকর্তার দ্বারাই প্রতারিত হয়েছেন এজেন্টরা। দেশের ফরিদপুর, নেত্রকোনা, গাজীপুর, কিশোরগঞ্জের বিভিন্ন প্রতারক চক্রকে তথ্য দিয়ে সহায়তা করতেন তিনি। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এবার ধরাও পড়েছেন সিআইডির জালে।
বুধবার (৩ নভেম্বর) রাজধানীর সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টাঙ্গাইলের সখীপুরে প্রতারণার মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রতারকের নাম। পরে তাকে আটক করে সিআইডি।
সিরিয়াস ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, এ কর্মকর্তা নতুন এজেন্টদের তথ্য প্রতারক চক্রের হাতে তুলে দিতেন। বিনিময়ে শিটপ্রতি পেতেন ১৫ থেকে২০ হাজার টাকা। আর, প্রতারক চক্র বিভিন্ন লোভনীয় প্রস্তাবে এজেন্টদের টাকা হাতিয়ে নিতো।
তিনি আরও বলেন, বিকাশের এক টেরিটরি ম্যানেজার যে গাজীপুরের দায়িত্বে নিয়োজিত সে তাদের এ প্রতারণার সঙ্গে সরাসরি জড়িত।
অভিযুক্ত ব্যক্তি ২০১২ সালে যোগ দেন মোবাইল ব্যাংকিং সেবায়। এরপর থেকেই জড়িয়ে পড়েন অপরাধচক্রের সঙ্গে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছুদিন ধরে অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন তিনি।
জয়নিউজ/পিডি