বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সদ্যসমাপ্ত কপ২৬ সম্মেলন, বাজেট, নারী ও শিশু নির্যাতনসহ বেশ কিছু ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করবে দেশটির সংসদ সদস্যরা। এর মধ্যে আছে তার বাবা স্ট্যানলি বিরুদ্ধে উঠা যৌন হয়রানির অভিযোগ নিয়ে।

- Advertisement -

স্ট্যানলি জনজনও একসময় কনজারভেটিভ পার্টির রাজনীতি করেছেন। ইউরোপিয়ান সংসদের সদস্য ছিলেন। বিশ্বব্যাংকে ও ইউরোপিয়ান কমিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন। পরিবেশ ও জনসংখ্যা বিষয়ে বই লিখেছেন তিনি।

- Advertisement -google news follower

২০০৩ সালে সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিককে অযাচিতভাবে স্পর্শ করেছিলেন এমন অভিযোগ উঠেছে।

বরিস জনসন নির্দিষ্ট অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও বলেছেন, যদি কেউ মনে করেন হয়রানির শিকার হয়েছেন তারা যেন অভিযোগ স্বতস্ফূর্তভাবে অভিযোগ জানান।

- Advertisement -islamibank

সূত্র : স্কাই নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM