প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। রোববার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৩৬ তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে অবদান, তার স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাঁকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়ে তাঁর সম্মতি চাওয়া হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM