করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে তিন গুণ বেশি। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের একটি গবেষণায় এমন দাবি করা হয়েছে।
করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে প্রাথমিক একটি গবেষণায় বলা হয়েছে, ডেল্টাও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি তিন গুণ বেশি। আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতাও রয়েছে ওমিক্রনের।
গেল নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ২৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
জয়নিউজ/পিডি