নগরের আতুরার ডিপো এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে নাজিরিয়া অয়েল মিলসের ভেতর পোশাক কারখানার ঝুটের গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। ঝুটের পাশাপাশি পুড়ে গেছে শীতের কাপড়ও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান জানান, গার্মেন্টস ঝুটের পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি না পাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। গোডাউনে পানির কিংবা কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
জয়নিউজ/পিডি