উত্তরা থেকে মিরপুরের উদ্দেশে পরীক্ষামূলকভাবে ছেড়ে গেল স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিল না।
রোববার (১২ ডিসেম্বর) সকালে এ রুটে পরীক্ষামূলকভাবে এ মেট্রোরেল চলাচল শুরু হয়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। এবার বিজয়ের মাস ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হবে।
পরীক্ষামূলক এ চলাচলে যাত্রী পরিবহন করা হয়নি । তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন। এ মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত।
জয়নিউজ/পিডি