সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাংলাদেশিসহ ৭ জন। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বলে দাবি করছে সৌদি সরকার। শুক্রবার বিষয়টি জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, হুথিদের ছোড়া রকেট হামলায় ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা সৌদির নাগরিক। হতাহতদের বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার। হামলার দায় স্বীকরে করেনি বিদ্রোহী গোষ্ঠীটি।
এর আগে শুক্রবার ইয়েমেনের সানায় হুতিদের সামরিক ক্যাম্পে বিমান হামলায় চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো।