পটিয়ায় একটি ডাকাত দলের ৪ জনকে আটক করেছে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (৯ জানুয়ারি) উপজেলার হুলাইন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সোমবার গণমাধ্যমকে জানায় র্যাব।
আটককৃতরা হলেন, বরিশাশের মো. শাহ আলম মাঝি ছেলে মো. হাসান (২২), একই জেলার নুর উদ্দিন আহম্মেদের ছেলে মো. নাহিদ উদ্দিন আহম্মেদ রিসাদ (১৯), নোয়াখালীর নুর আলমের ছেলে আবির হোসেন (রানা) (১৯), বরিশাল বাজার এলাকার মো. সরোয়ার উদ্দিনের ছেলে মো. যুবরাজ আলিফ (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার হুলাইন এলাকায় বিশেষ চেক পোস্ট বসায়। এ সময় চেকপোষ্টের অদুরে একটি সিএনজি থেকে ৪ জন যুবক পালানোর চেষ্টার সময় র্যাব সদস্যরা তদের আটক করে। এসময় তদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তারা পটিয়ায় অপরাধ সংঘটনের জন্য যাচ্ছিল। তদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়নিউজ/হিমেল/পিডি