নগরের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে ভোজ্যতেল সয়াবিন ও ডালের। এছাড়া কমেছে মুরগি, আলু ও পেঁয়াজে দাম।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে নগরের রিয়াজউদ্দীন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
বাজারে প্রতিকেজি বেগুন ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকায় বিক্রি হচেছ।
এদিকে প্রতিলিটার তেল বিক্রি হচ্ছে ১৬৮ টাকায়। যা গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। এছাড়া ডালের বাজারে ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। রসুন ১১০ টাকা, আদা ৬০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা। এসব বাজারে প্রতি কেজি চিনি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা, সোনালী মুরগি ২৬০ টাকা, লেয়ার মুরগি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৮শ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতিকেজি রুই ২৫০ থেকে ২৬০ টাকা, কাতলা ২৮০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, রূপচাঁদা ১২শ টাকা বিক্রি হচ্ছে।
জয়নিউজ/পিডি