বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ৮ জানুয়ারি তাঁকে কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি।
তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে রাখতে চাচ্ছেন না চিকিৎসক ও পরিবারের সদস্যরা।
আজ শনিবার আবার পরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকরা তাঁকে বাসায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। এখন কিছুটা স্থিতিশীল বলা যায়। ৮ জানুয়ারি কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে তাঁর সুচিকিৎসা হচ্ছে না। তাই যেকোনো সময় আবার তাঁর রক্তক্ষরণ হতে পারে।
ডা. জাহিদ আরো বলেন, করোনা বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকরা অবগত আছেন। তাঁদের সিদ্ধান্ত ছাড়া তো তাঁকে বাসায় নেওয়া সম্ভব নয়।
জয়নিউজ/পিডি