পাকিস্তানের বেলুচিস্তানে দুটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত সেনা নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য মারা যায়। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে সেনা সদস্য, বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হন।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ এক ভিডিও বার্তায় জানান, স্থানীয় সময় বুধবার রাতভর সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার দায় স্বীকার করেছে বিএলএ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঘাঁটি দুটির প্রবেশপথে বিস্ফোরক দ্রব্য ভর্তি একটি গাড়ির বিস্ফোরণও ঘটায় তারা। তবে এ হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এর আগে গত সপ্তাহে আরব সাগরের গোয়াদর বন্দরের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে হামলা চালিয়ে ১০ সেনাকে হত্যা করে বিএলএ গোষ্ঠী।
জয়নিউজ/পিডি