মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

- Advertisement -

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মার্স্টাস শেষ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন (২৬) এবং এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ (১৯), মো. সুলতান (১৯), প্রিন্স দাশ (১৯)। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তির পর চিকিৎসা দেওয়া হয়।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে ফুল দিতে গেলে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের নেতাকর্মীরা। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ক্যাম্পাসসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত এক পক্ষের ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন জয়নিউজকে বলেন, শহীদ মিনারে ফুল দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে তিন জুনিয়রসহ আমি আহত হই। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে তারা এমনটি করেছে।

- Advertisement -islamibank

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান গণমাধ্যমকে জানান, দুপুরে মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM