আমদানিকারক কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যদি কেউ অসাধু উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (২ মার্চ) বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর গণমাধ্যমকে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এছাড়া ৩১ মে সয়াবিন ও ৩১ ডিসেম্বরের পর পাম অয়েল খোলা বিক্রি করা যাবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করতে গত ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার তেলের দাম ৮ টাকা বাড়ায় সরকার। গত ২৭ ফেব্রুয়ারি আরও ১২ টাকা বাড়িয়ে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের খুচরা দাম ১৮০ টাকা করার প্রস্তাব দেয় আমদানিকারকরা।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে শুরু থেকে এ পর্যন্ত ১৪ দফায়, বিভিন্ন অজুহাতে এক লিটার সয়াবিন তেলের খুচরা দাম বাড়ানো হয়েছে ৫৮ টাকা। বর্তমানে কোম্পানি ভেদে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৭০-১৮৫ টাকা, দুই লিটার ৩৩০-৩৫০ এবং পাঁচ লিটার ৭৮০-৮০০ টাকা।