ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি জাহাজের নাবিকদের বাঁচার আকুতি

ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার পর সেখানের নাবিকরা উদ্ধারের জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন।

- Advertisement -

বাংলার সমৃদ্ধি জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল একটি ভিডিও বার্তায় বলেছেন, আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে।

- Advertisement -google news follower

একজন মারা গেছেন। আমাদের জাহাজে পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ে আমরা চলছি। আমরাও সবাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি।

দয়া করে আমাদের বাঁচান।

- Advertisement -islamibank

এর আগে গতকাল বুধবার রাতে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেছেন।

২৯ জন নাবিক নিয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM