অডিও ফাঁস: চবি উপাচার্যের পিএসকে বদলি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের তিনটি অডিও ফাঁস হওয়ার ঘটনায় উপাচার্যের একান্ত সহকারী (পিএস) মিছবাহুল মোকর রবীনকে বদলি করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ মার্চ) ভিসির পিএস রবীনকে আগের কর্মস্থল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে বদলি করা হয় ।

- Advertisement -google news follower

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে জানান, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের তিনটি অডিও প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা রবীনকে উপাচার্যের পিএস থেকে সরিয়ে আগের কর্মস্থলে বদলি করে দিয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে টাকা লেনদেনের সম্পর্কিত তিনটি অডিও ফাঁস হয়। এনিয়ে বেশকিছু গণমাধ্যম খবরের প্রকাশের জেরে একটি অডিওতে সন্দেহভাজন চবির ভিসির পিএসকে বদলি করা হলো।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM