চীনকে কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে। এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনো সহায়তা দিলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের

- Advertisement -

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ হুঁশিয়ারি দিয়েছেন।

- Advertisement -google news follower

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে- আগ্রাসন চালানোর আগে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে বেইজিং জানতো। তবে মস্কোর বিস্তারিত পরিকল্পনা বেইজিং বুঝে উঠতে পারেনি বলেও মনে করেন তিনি।

জ্যাক সুলিভান বলেছেন, বেইজিংয়ের ওপর নজর রাখছে ওয়াশিংটন। আমরা সরাসরি এবং ব্যক্তিগতভাবে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করছি, রাশিয়ার ক্ষতি কাটিয়ে উঠতে নিষেধাজ্ঞা এড়ানোর বড় কোনো পদক্ষেপ নেওয়া হলে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বিশ্বের কোনো দেশ থেকে কিংবা কোনো স্থান থেকে রাশিয়াকে
কোনো ধরনের লাইফলাইন পেতে দেওয়া হবে না।

সূত্র: রয়টার্স।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM