চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, প্রযোজক ও অভিনেতা আবদুস সাত্তার আর নেই। গত শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি আশুলিয়ায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন সাত্তার। ‘সাতভাই চম্পা’ চলচ্চিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন তিনি।
মুন্সীগঞ্জ শহরের জমিদার পাড়ায় ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন আবদুস সাত্তার। তিনি নাটক রচনার পাশাপাশি ৬টি চলচ্চিত্র পরিচালনা করেন। ষাটের দশকের মধ্যভাগে তার রচিত ‘ত্রিরত্ন’ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক। স্বাধীনতার পরে বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত প্রথম নাটকটিও তার রচিত।
আবদুস সাত্তারের প্রথম জানাজা হয় আশুলিয়ায়। এরপর বাদ জোহর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে দ্বিতীয় জানাজা ও এফডিসিতে তৃতীয় জানাজা শেষে তাকে ঢাকার শাহজাহানপুর কবরস্থানে সমাহিত করা হয়।
জয়নিউজ/আরসি