সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের ১৪তম আসরটি মাঠে গড়াবে।
কিনারা ওভালে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মূলপর্বে উঠেছে হংকং।
২৯ আগস্ট মালয়েশিয়ায় ছয় দলকে নিয়ে শুরু হয় এশিয়া কাপের বাছাইপর্ব। মালয়েশিয়া, হংকং, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত আর সিঙ্গাপুর খেলেছে এই বাছাইপর্বে। পাঁচ দলকে পেছনে ফেলে উঠে এসেছে হংকং।
এশিয়া কাপের ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ছিল ভারত আর পাকিস্তান। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছে হংকং।
জয়নিউজ/এসআই