চট্টগ্রামে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলের পেছনে চড়লে জরিমানার বিধান ও হেলমেট পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশ (সিএমপি)। শনিবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
সিএমপির ট্রাফিক বিভাগ বিষয়টি নিয়ে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ও পাঠাও কর্তৃপক্ষের সঙ্গে সভা করে প্রতিষ্ঠানদুটিকে ইতিমধ্যে এ নির্দেশনার কথা জানিয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান জয়নিউজকে বলেন, মোটরসাইকেল চালকের পাশাপাশি পেছনের আরোহীও হেলমেটবিহীন থাকলে মোটরযান আইন অনুযায়ী জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জয়নিউজ/রুবেল/জুলফিকার