একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকার সকল পোস্টার-ব্যানার বুধবার ( ১৪ নভেম্বর) রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে অপসারণের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে মনিটরিংয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে (পৌরসভা, ইউনিয়ন) অনুরোধ জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
রোববার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় হতে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয় ৷
এ বিষয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জয়নিউজকে বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা নিজ এলাকায় বেশ কিছুদিন ধরে প্রচার-প্রচারণার নিমিত্তে বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার, দেয়ালিকা প্রচার করে আসছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এগুলো সরানোর জন্য এ প্রজ্ঞাপন জারি হয়েছে।
তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা আশা করেন।