নেপালে ২২ আরোহী নিয়ে মাঝপথে নিখোঁজ বিমান

নেপালে ২২ জন আরোহী নিয়ে মাঝআকাশে নিখোঁজ হয়েছে ‘তারা এয়ার’ এর একটি বিমান। যাত্রীদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয় ও ৩ জাপানি পর্যটক রয়েছে।

- Advertisement -

রোববার (২৯ মে) সকালে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

- Advertisement -google news follower

সংবাদ সংস্থা এএনআই জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমানটি। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে করতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ২২ আরোহীর মধ্যে ৭ ভারতীয় ও জাপানি ছাড়াও ছিলেন ৩ বিমানকর্মী এবং স্থানীয় যাত্রী।

স্থানীয় একটি সাংবাদমাধ্যম জানিয়েছে, তারা জোমসোমের ঘাসার কাছে বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ থেকেই তাদের আশঙ্কা, বিমানটি বিধ্বস্ত হয়েছে।

- Advertisement -islamibank

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM