বন্দরে বিদেশি ব্যান্ডের সিগারেট আটক

চট্টগ্রাম বন্দরে কলম্বো থেকে আনা ‘পারসোনাল ইফেক্ট’র স্থলে বিভিন্ন ব্যান্ডের ৫০ লাখ ৯১ হাজার টাকার বিদেশি সিগারেট আটক করেছেন কাস্টম কর্মকর্তারা।

- Advertisement -

বৃহস্পতিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার ড.একেএম নুরুজ্জামান। তিনি জানান, কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসাচের (এআইআর) সক্রিয় প্রচেষ্টা ও কঠোর নজরদারিতে বন্দরের ইউ-ব্যাগেজের ৭ নম্বর শেডের সিগারেটগুলো আটক করা হয়। ‘এমভি ইএসএম সিরিমোনা’ জাহাজে গত ১৮ জুন হবিগঞ্জের ফিরোজ মিঞার ছেলে মিজানের ব্যক্তিগত ব্যবহৃত পণ্য ঘোষণার চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।

- Advertisement -google news follower

এআইআর শাখার দায়িত্বে থাকা উপ-কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, ঘোষিত পণ্য ‘পারসোনাল ইফেক্ট’র স্থলে বিভিন্ন ব্যান্ডের ৩ লাখ ৩৯ হাজার ৪০০ শলাকা নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ডানহিল ২ লাখ ৮৮ হাজার শলাকা, থ্রিজিরোথ্রি ৩১ হাজার ৪০০ শলাকা ও ‘ইজি’ ২০ হাজার স্টিক পাওয়া গেছে। এসব সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ২১ হাজার ৩০৯ টাকা। শুল্ক ফাঁকির পরিমাণ ৪৩ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা। এসব সিগারেটের বাজার মূল্য ৫০ লাখ ৯১ হাজার টাকা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM