হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওরে বিয়ের দাওয়াত দিতে গিয়ে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু হয়েছে। বাহুবল উপজেলার রউয়াইল গ্রামের কাছে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের শরাফত উল্লার স্ত্রী লেদি বেগম (৬০), তমির আলীর স্ত্রী আয়াতুন্নেছা (৫০), রওশন আলরি স্ত্রী হুর বানু (৫৫), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫)।
ওই গ্রামের শরীফ উদ্দিন জানান, শুক্রবার আব্দুল হামিদের মেয়ে তৃনার বিয়ের দাওয়াত দিতে তারা বাহুবলের স্নানঘাটে আত্মীয়ের বাড়ি যান।
বিকেলে তারা নৌকাযোগে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন। এতে নৌকাটি উল্টে গেলে ঘটনাস্থলেই কনের মা জরিনা বেগম, চাচি লেদি বেগম, আয়াতুন্নেছা ও হুর বানুর মৃত্যু ঘটে।
এদিকে রুয়াইল গ্রামের শ্রীকান্ত সরকার জানান, নৌকাটি ডুবে যাওয়ার সাথে সাথে ওই গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে ২ নারী, ১শিশু ও নৌকার মাঝিকে জীবিত এবং ৪ নারীর লাশ উদ্ধার করেন।
বাহুবল থানার ওসি রকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাতে পারেননি।
জেএন/এমআর