সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা আজ শুক্রবার (১৯ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
সকাল ৭টায় পূজা শুরু হয় এবং ৮টা ৫১ মিনিটের মধ্যে সব কার্যক্রম শেষ হয়। এর আগে গত ৮ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ।
এদিকে দশমীর দিন শুক্রবার হওয়ায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পূজার সব আনুষ্ঠানিকতা বন্ধ থাকবে। এরপর বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।