প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে রাউজান উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নদীর সত্তারঘাট থেকে কালুরঘাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাথে ছিলেন। অভিযানে রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার বলেন, মঙ্গলবার হালদা নদীতে ঘেরা জাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। হালদার জীব বৈচিত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএন/পিআর