আজ চট্টগ্রামে দিনভর ঝরবে ঝিরঝির বৃষ্টি

চট্টগ্রাম জুড়ে আজ ঝিরঝির বৃষ্টি ঝরছে সকাল থেকেই। ঝরবে দিনজুড়ে। তবে আগামীকাল বুধবার থেকে কিছুটা কমবে। আবহাওয়া অধিদফতর এমনটাই জানিয়েছে।

- Advertisement -

বলা হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দুই দিন ধরে বৃষ্টি ঝরছে। আজ সারাদিন চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টি হবে।

- Advertisement -google news follower

আজ দুপুরে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় থাকা স্থল নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, ওডিশা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন বলেন, দেশের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে। কাল এর রেশ কিছুটা কমে আসবে। চট্টগ্রামেও আজ সারা দিন বৃষ্টি হবে।

- Advertisement -islamibank

আজ সকাল ৭টায় চট্টগ্রাম ও এর আশপাশের আগামী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঝড়ো হাওয়া ও বৃষ্টির জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে দেয়া তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত আজও বলবৎ আছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM