সীমান্ত অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে বিজিবি-বিএসএফ

সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের  কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন এনডিসি পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার, অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ সব ধরনের অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে বিজিবি-বিএসএফ।

- Advertisement -

বর্ডার গার্ড বাংলাদেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক বিজিবি-বিএসএফ’র ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ অক্টোবর) বীরশ্রেষ্ঠ আবদুর রউফ হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

কর্মশালায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ১০ জন অফিসার এবং ১৫ জন অন্যান্য পদবির সদস্য এবং বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ জন অফিসার অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কমান্ড্যান্ট সুনীল কুমার, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ডেপুটি কম্যান্ড্যান্ট কর্ণেল শাম্মি ফিরোজ, বর্ডার গার্ড হাসপাতাল সাতকানিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্ণেল মাহফুজুর রহমান, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের লে. কর্ণেল আজিজুল ইসলাম পিএসসি, লে. কর্ণেল মো. আনোয়ারুল আযীম পিবিজিএম, মেজর মো. শাহীন আখতার জি+, মেজর মো. আবুল হাসান, মেজর মীর লুৎফুল্লাহিল মাজেদ এসজিপি পিএসসি, বিজিটিসিএন্ডসির অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর মো. আবদুল্লাহ আল মাহমুদ, ক্যাপ্টেন কাজী আসিফুর রহমান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, এডি মো. শাহাদাত হোসেন এবং এডি মো. নজরুল ইসলাম।

- Advertisement -islamibank

প্রশিক্ষণ কোর্সশেষে বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন এনডিসি পিএসসি এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কমান্ড্যান্ট সুনীল কুমার উভয় দেশের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM