এনসিএলের চতুর্থ রাউন্ডে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ে বড় অবদান ছিল মুমিনুল হকের। তার ১১৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংসে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার রানে ফেরাটা নিশ্চিতভাবেই ভালো কিছুরই ইঙ্গিত।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ও শেষদিন চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৯ রান। জিততে ঢাকার দরকার ছিল শেষ ৮ উইকেট। তবে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের কাউকেই আর আউট করতে পারেনি ঢাকার বোলাররা। লাঞ্চের আগেই জয় তুলে নেয় চট্টগ্রাম।
মুমিনুল হক ও তাসামুল হকের তৃতীয় উইকেটের ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয় পায় চট্টগ্রাম। মুমিনুল ১১ চার ও ২ ছক্কায় ১১১ রানে এবং ১৩ চার ও ১ ছক্কায় তাসামুল অপরাজিত থাকেন ৮৯ রানে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নেওয়া চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান পান ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ২৮৮
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৩৮
ঢাকা ২য় ইনিংস: ১৫১
চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ২০২) ৪২.৪ ওভারে ২০৫/২ (সাদিকুর ১, পিনাক ৪, মুমিনুল ১১১*, তাসামুল ৮৯*; শাহাদাত ০/৩২, শাকিল
১/১২, শুভাগত ১/৫৩, মোশাররফ ০/৬৩, সাইফ ০/১৮, তাইবুর ০/১৫, মজিদ ০/১২
জয়নিউজ/ পার্থ/আরসি