পেকুয়ায় গাড়ি ভাংচুর

পেকুয়ায় পরিবহন ধর্মঘট চলাকালে কয়েকটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে।

- Advertisement -

রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে মগনামা-বানিয়ারছড়া-একতা বাজার সড়ক, কুতুবদিয়ার আজম সড়ক, আলী আকবর ডেইল সড়ক, লেমশীখালী ও দরবার সড়কে যাত্রীবাহী জিপ, সিএনজি অটোরিকশা, বাস, টেম্পো, মাহিন্দ্র চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ পোহাচ্ছে দুর্ভোগ।

- Advertisement -google news follower

কুতুবদিয়া জিপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তারেক সিকদার জানান, কেন্দ্রীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা ৪৮ ঘন্টার ধর্মঘট চালিয়ে যাবে।

এদিকে পেকুয়ায় ধর্মঘট চলাকালে সকালে মগনামা-বানিয়ারছড়া সড়কের মগনামা বাইন্যাঘোনা কাঁটাফাড়ি ব্রিজে কয়েকটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন সড়কে পুলিশ টহল দিচ্ছে।

- Advertisement -islamibank

পেকুয়া থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটের নামে যাতে কেউ সড়কে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকাল থেকেই সড়কগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM