পেকুয়ায় পরিবহন ধর্মঘট চলাকালে কয়েকটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে মগনামা-বানিয়ারছড়া-একতা বাজার সড়ক, কুতুবদিয়ার আজম সড়ক, আলী আকবর ডেইল সড়ক, লেমশীখালী ও দরবার সড়কে যাত্রীবাহী জিপ, সিএনজি অটোরিকশা, বাস, টেম্পো, মাহিন্দ্র চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ পোহাচ্ছে দুর্ভোগ।
কুতুবদিয়া জিপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তারেক সিকদার জানান, কেন্দ্রীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা ৪৮ ঘন্টার ধর্মঘট চালিয়ে যাবে।
এদিকে পেকুয়ায় ধর্মঘট চলাকালে সকালে মগনামা-বানিয়ারছড়া সড়কের মগনামা বাইন্যাঘোনা কাঁটাফাড়ি ব্রিজে কয়েকটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন সড়কে পুলিশ টহল দিচ্ছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটের নামে যাতে কেউ সড়কে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকাল থেকেই সড়কগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
জয়নিউজ/আরসি