চট্টগ্রামে ডাকাতের হাতে অস্ত্র, পুলিশের হ্যান্ডকাপ

চট্টগ্রাম নগরের সদরঘাটের আইস ফ্যাক্টুরী এলাকা থেকে আজ ৪ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও টিপছোরা, এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা র‌্যাব-পুলিশ ও ডিবি পরিচয়ে লোকজনকে জিন্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

- Advertisement -google news follower

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রবিউল ইসলাম (৩৮), মোঃ রাশেদুজ্জামান রাশেদ (৪৩), মোঃ ইসমাইল হোসেন সোহাগ (৪১) ও মিরাজ হোসেন (৩৫)।

নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) রনি তালুকাদার বলেন, গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এরমধ্যে রবিউল ইসলামের বিরুদ্ধে ৭টি মামলা, রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে ৩টি ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

- Advertisement -islamibank

বুধবার গ্রেফতারকৃতদের সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM