সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫৬টি মামলায় ১ লাখ ৮শ’টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বুধবার (৩১ অক্টোবর) হলি ক্রিসেন্ট হাসপাতাল, চকবাজার ও টাইগার পাস এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর নগরের হলি ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৩টি মামলায় ৫৩ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে পাঁচটি গাড়ির কাগজপত্র জব্দ করেন।
এদিকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক নতুনব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নানা অনিয়মের অভিযোগে ১২টি মামলায় ৩৬ হাজার ৫শ’টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা সিটি গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১টি মামলায় ১০ হাজার ৫শ’টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে চারটি গাড়ির কাগজপত্র জব্দ করেন। এসময় চারটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানোর নির্দেশ দেন তিনি।
জয়নিউজ/কাউছার/জুলফিকার