চট্টগ্রামে ৯৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০৩ কিলোমিটার দীর্ঘ ২ লেনের ৬টি সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কগুলো উদ্বোধন করবেন।
এরমধ্যে চট্টগ্রামের হাটহাজারী হতে ফটিকছড়ি পর্যন্ত ৩৮৬ কোটি টাকা ব্যয়ে ২ লেনের হাটহাজারী-ফটিকছড়ি সড়ক, ৪শ কোটি টাকা ব্যয়ে ২৭ কিলোমিটার দীর্ঘ ফটিকছড়ি, হেঁয়াকো সড়ক, রাউজানে ৩৩ কোটি টাকা ব্যয়ে ১১কিলোমিটার ২ লেনের শহীদ জাফর সড়ক এবং দক্ষিণ চট্টগ্রামে মোট ১৫৪ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার মইজ্যারটেক-বিএফডিসি মৎস্য বন্দর ফেরিঘাট সড়ক।
এছাড়া ১২ কিলোমিটার দীর্ঘ পটিয়া, বোয়ালখালী, কানুনগোপাড়া সড়ক, ১৬ কিলোমিটার দীর্ঘ মইজ্যারটেক-বোয়ালখালী-কানুনগোপাড়া সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে।
এই সড়কগুলো নির্মাণের ফলে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান, হাটহাজারী উপজেলার যোগাযোগ সুবিধা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি চট্টগ্রাম শহরের সাথে বিকল্প যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠছে।
এছাড়া দক্ষিণ চট্টগ্রামের ৩ সড়কের মাধ্যমে পটিয়া আনোয়ারা, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলা এবং শহরের মধ্যেও বিকল্প নেটওয়ার্ক গড়ে উঠেছে।
সড়কগুলো চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বললেন সংশ্লিষ্টরা। নবনির্মিত এসব সড়কের ফলে বিভিন্ন উপজেলা ও শহরের সাথে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে, যানজট, দুর্ঘটনা কমে আসবে আশা সড়ক বিভাগের।
জেএন/পিআর