উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। এই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

- Advertisement -

চলতি বছরের শুরু থেকেই ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে রয়েছেন মিরাজ। পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ নির্বাচন করে।

- Advertisement -google news follower

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ থাকলেও পাকস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক খেলোয়াড় রয়েছে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

ওয়ানডে স্কোয়াডে একমাত্র অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চলতি বছর ১৫ ওয়ানডে খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ২৪টি উইকেট।

- Advertisement -islamibank

উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ:

ট্রেভিস হেড, ইমাম উল হক, বাবর আজম, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), র‍্যাসি ফন ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সিকান্দার রাজা (দ্বাদশ খেলোয়াড়)।

 

জেএন/এমআর

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM