ভরিতে ১১৬৭ টাকা কমেছে সোনার দাম

টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালোমানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা।

- Advertisement -

শনিবার (৪ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডি কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

- Advertisement -google news follower

কমিটির চেয়ারম্যান এম. এ. হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

- Advertisement -islamibank

গত মার্চ থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাজারে মোট ২৫ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এর মধ্যে বেড়েছে ১৪ বার আর কমেছে ১১ বার।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM