সোহরাওয়ার্দী উদ্যানে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢল

দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের মর্যাদা দেওয়ায় আল-হাইয়াতুল উলইয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দীতে আয়োজিত শুকরানা মাহফিলে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢল।

- Advertisement -

রোববার (৪ নভেম্বর) আয়োজিত এ শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে হাইয়াতুল উলইয়ালিল জামিয়াতুল কাওমিয়া বাংলাদেশ।

- Advertisement -google news follower

এ উপলক্ষে রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে শত শত বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার (৩ নভেম্বর) মধ্যরাতেই ঢাকায় পৌঁছেছেন। ফজরের নামাজের পর থেকেই উদ্যানে প্রবেশ শুরু হয়। শাহবাগ, নিউমার্কেট ও দোয়েল চত্বরের সামনে পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা আগতদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM