মিথ্যাচার বিশ্বাস করবেন না: শিক্ষামন্ত্রী

ধর্ম নিয়ে কি মিথ্যাচার চলে? যারা এ বিষয়ে মিথ্যাচার করে তাদের কথায় কান দেবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না।

- Advertisement -

শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে উঠান বৈঠকে কথাগুলো বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

- Advertisement -google news follower

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে বই নতুন তৈরি করে দেব। এ দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। এরপরও আমরা মানুষের কথা শুনি, গুরুত্ব দেই এবং সম্মান করি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সাউদ আল নাছের প্রমুখ।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM